কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের শিক্ষাপ্রতিষ্ঠান ও যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কররেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
মঙ্গলবার (৩০ আগস্ট ) ইউনিয়ন পরিষদ চত্বরে
শিক্ষার্থীদের সম্মুখে শিক্ষকবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন,ছাত্র ও যুবকরা জাতির ভবিষ্যৎ।
একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে । এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
তাই সরকার যুব সম্প্রয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। যাতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হয়।