দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই সাফল্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।
৮ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় তাঁরা যুব ক্রিকেট দলকে এ শুভেচ্ছা জানিয়েছেন।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে এবং এই জয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় ভবিষ্যতের আভাস বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ৪৯ দশমিক ১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে ভারত। ৩৫ দশমিক ২ ওভারে ১৩৯ রানে ভারত গুটিয়ে গেলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশের যুবারা।
এর আগে, ২০২৩ সালে এই স্টেডিয়ামেই স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলদেশ।