ভাস্কর্য মূর্তি বিতর্ক-bgn24
বহু বিতর্ক এর মধ্যে অগ্রগামী আমাদের বাংলাদেশ, সম্প্রতি সময় দেখ যাচ্ছে বিতর্ক পিছু ছাড়ছে না একটার পার আরেকটা বিতর্ক আমাদের রাজনীতিতে বেশি উত্তপ্ত প্রভাব ফেলছে। সম্প্রতি ভাস্কর্য মূর্তি বিতর্ক অনেক বড় বড় ইসু ফাইলবন্দি করে ফেলেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘুষ, দুর্নীতি,স্বজনপ্রীতি অর্থ পাচার সহ অসংখ্য অপশক্তি সক্রিয়। আমরা আছি মূর্তি আর ভাস্কর্যের মহা ব্যাখ্যা নিয়ে। শরীয়তের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য বৈধ কি অবৈধ দলিল ভিত্তিক ব্যাখ্যা দিবে দেশের সহি ও বিশিষ্ট আলেম গন কিন্তু বক্তব্য বিবৃতি দিচ্ছে পলিটিক্যাল ভার্সনে কুরআন ও সুন্নাহকে পাশ কাটিয়ে।
আমাদের মৌলিক সমস্যাগুলো চরমভাবে উপেক্ষিত যে রাস্তাটি গত পাঁচ থেকে দশ বছর আগে মাটির ছিল, সেটি আজকে পিচঢালা হলেও কালো পিচের অস্তিত্ব বের করা দুরূহ।
অফিস-আদালত বাম হাতের কারবার ছাড়া কাজ হচ্ছে না, দ্রব্যমূল্যর নাভিশ্বাস, বেকারত্বের থাবা তরুণ সমাজ বিপন্ন।
আমার উপলব্ধি মূর্তি ও ভাস্কর্য সমস্যা জটিলতা এড়িয়ে, সরলীকরণ করা হোক কারণ আমাদের অনেক কাজ বাকি। কাঙ্খিত সফলতা অর্জন করতে যেতে হবে বহুদূর সুতরাং ধৈর্য ধারণ করে বের করতে হবে সহজ সমাধান আলোচনার টেবিলে বসলেই সমাধান অনিবার্য।
মোহাম্মদ সবুর মিয়া।
www.bgn24.com
ভাস্কর্য মূর্তি বিতর্ক-bgn24