শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

একবার পড়ার অনুরোধ রইল! ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে কি ঘটেছে!

সাইফুল ইসলাম / ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

একবার পড়ার অনুরোধ রইল! ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে কি ঘটেছে!

“ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর” পেইজে একটি ভিডিও নিউজ করেছিলাম “রাত পোহালেই ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন” তাতে এক শ্রেণির মানুষের চুলকানি শুরু হয়। এই নিউজে আমি আমার মনগড়া কোন কথায় বলেনি। এটা ছিল সাধারণ ভোটার, স্থানীয় লোকদের মতামত, এবং ছিল আমার জরিপ সব মিলেই ছিল একটি সত্য বাস্তব নিউজ।

এই নিউজ দেখার পর ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির ভোট সম্পর্কে যাদের অনেক ধারণা ছিল তারা সত্য নিউজটাকে অনেক প্রধান্য দিয়েছিল। কিন্তু অন্যরা আমাকে হুমকির মাধ্যমে অনেক আদরও করেছিল তাতে আমি কিছু মনে করেনি এবং ভয়ও পায়নি। সত্য কথা বলতে গেলে আমি কারও কোন পক্ষ নিয়ে কোন দিনই নিউজ করি নি। দুঃখের বিষয় হলোও সত্য যে, সত্য বললেও যেন কোন পক্ষ হয়ে যায়। তাহলে কি আমার “ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর” পেইজটি চুপচাপ বসে থাকবে? না! ইনশাআল্লাহ বসে থাকবে না । এই পেইজের অনেক শুভাকাঙ্খী আছেন তাদের সহযোগিতায় এবং যারা চুলকানোর জন্য বসে থাকেন তাদের সার্বিক তিক্ত ভালোবাসায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

হ্যঁ ভুলের উর্ধে মানুষ নয়! মানুষের উর্ধেই ভুল এটাই মনে হয় সত্য। তাতে আমিও তো একজন মানুষ। সুতরাং আমারও ভুল হতেই পারে এটাই বাস্তব! আর এই ভুলটা যে আমাকে ধরিয়ে দিবেন তিনিই হলেন আমার কাছে মহৎ ব্যক্তি,যে এই ভুলের কারণে আমাকে কোন ক্ষতি করার চেষ্টা করবেন তিনি তো আমার থেকে ও ভুল করবেন। সত্য কিনা বিবেক বুদ্ধি অন্তরের মন দিয়ে ভাবুন। আচ্ছা বলুন এই দুনিয়ায় কে কতোদিন বাজবে। আমি তো সারা জীবন বেঁচে থাকার চিন্তাই করি না! কখন যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এতো সুন্দর দুনিয়ায় মা, ভাই, বোন,বন্ধু শুভাকাঙ্ক্ষী ফেলে চলে যাবো এটা ভাবি।

একটু গভীর ভাবে চিন্তা করলে দেখা যাবে, এই দুনিয়ায় বেঁচে আছি এটাই মিথ্যা, সত্যটাই হলো কখন জানি বিদায় নিয়ে ওপারে যেতেই হবে। আমাকে সেই সৃষ্টি জগতের মালিকের কাছে হিসাব দিতে হবে। ১. আমি শৈশব, কৈশোর, যৌবন কিভাবে কাটিয়েছি? ২. আমি কিভাবে অর্থ উপার্জন করেছি এবং কোন পথে ব্যয় করেছি। ৩. আমি আমার পাওয়ার বা ক্ষমতা দুনিয়ায় কিভাবে প্রয়োগ বা ব্যবহার করেছি। দুনিয়ায় যতোদিন বেঁচে আছি প্রত্যেকটি কর্মের হিসাব আমার মৃত্যুর পর সেই সত্তা যিনি আসমান-জমিনের মধ্যে যা কিছু আছে এমনকি আমারও মালিক সেই মহান আল্লাহর কাছে কড়াই গুন্ডা হিসাব দিতে হবে। একটু ভেবেছি? যার কর্মফলের হিসাব দিয়ে আল্লাহর দরবারে আজীবন সুখ-দুঃখের মধ্যে থাকতে হবে।

আসলে আমরা অন্ধকারের মধ্যে লুকিয়ে আছি, আলোর স্বাদ কিভাবে নিবো! আমরা পিছন থেকে আল্লাহর দেওয়া ধার নিয়ে একজনকে হিট করতে ভালো বাসি। আপনি ভাবছেন কেউ এটা দেখছে না? তাহলে ভুল ধারণার মধ্যে আছেন (একটু কাল্পনিক চিন্তা করুন সিসিটিভির ফুটেজের দিকে লক্ষ্য করুন ) চোর ধরা পড়ে সিসিটিভির ফুটেজে আমি আপনি ধরা পড়বো আমার আপনার যে,সৃষ্টি করেছেন তিনার কাছে।

কি লাভ এতো চেষ্টা করে! আল্লাহ যদি আমার ক্ষতি করেন তাহলে দুনিয়ার এমন কারও ক্ষমতা নেই যে,তা ঠেকাবেন। আবার আল্লাহ যদি আমাকে ক্ষতি না চান তাহলে কারও এমন কোন পাওয়ার বা ক্ষমতা নেই সে তা করে দেখাবেন। আমি একদিন একটি হাদিস পড়েছিলাম- এক সাহাবী রাসুল সাঃ এর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ গুনাহ কি? আর পূর্ণ কি? তিনি রাসুল সাঃ বললেন পূর্ণ হলো নিজের বিবেকে সঠিক যা বলে তাই করা। আর গুনাহ হলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য নিজের বিবেকের বিরুদ্ধে যে কোন কাজ করা।

অন্য একটি হাদিসে পড়েছিলাম – এক ব্যক্তি রাসুল সাঃ এর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ আমি প্রতিদিন যে কাজ গুলো করি সেই কাজের মধ্যে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ আমি কিভাবে বুঝতে পারবো? রাসুল সাঃ বললেন তুমি যে কাজ করবে তাতে তোমার প্রতিবেশীগন যদি বলেন এটা ভালো তাহলে তুমি বুঝবে এটা ভালো কাজ। আর যদি তারা বলেন এটা খারাপ তাহলে বুঝবে এটা খারাপ কাজ (ইবনে মাজাহ)। তাহলে বুঝতে পারছেন আমাদের মৃত্যুর পরে কি হিসাব দিবো আল্লাহর কাছে। একটু গবেষণা করন।

ফিরে আসি পূর্বের কথায়! আমার ঐ নিউজে সব প্রার্থীকে পাশ করিয়ে দিতে পারে এমনটা নয় আবার সবাইকে ফেল করিয়ে দিতে পারে এমনটা ও নয়। আম-জনতার রিকোয়েস্টে এই নিউজ করা হয়েছিলো। হ্যঁ আমার একটু ভুল হয়েছে যদি কয়েকজন ব্যক্তির সাক্ষাৎ এর ভিডিও দিতাম তাহলে হয়তোবা আমাকে সরাসরি কেউ কিছু বলতে পারতো না। কিন্তু আমার কাছে অডিও সাক্ষাৎ আছে। তা নিয়ে চুলকানোর কি আছে?( শ্রদ্ধা করি আমার এক বড় ভাইকে! সত্যিই তিনি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন ইনশাআল্লাহ।) হঠাৎ কেন এটা বললাম জানার দরকার নেই। বড় ভাই আমার এই লেখাটুকু পড়লে তিনি নিজেই বুঝবেন ইনশাআল্লাহ আমার আর গুরুর মধ্যে সীমাবদ্ধ থাক না কেন?

Please Believe me আমি কাউকে ছোট বা বড় করার জন্য এই নিউজ করেনি। এটা আমার দায়িত্ব তাই করেছিলাম। কিন্তু আল্লাহ তায়ালা সত্যিই আমার এই নিউজের সাড়ে ৯৯% সত্যতা নিশ্চিত করছেন ইনশাআল্লাহ। এমনও ভাষা শুনেছি যদি এই নিউজ সত্য না হয় তাহলে আমাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। বুঝি না! কেন জানি! নিউজ করলেই একটু খনিকের জন্য আল্লাহ তায়ালা আমাকে পরিক্ষায় ফেলছেন। অনেকের হুমকি-ধামকি শুনতে হচ্ছে। আমাকে দেখলে মুখ ফিরিয়ে ও নিচ্ছেন অনেকে। যায় হোক আল্লাহ তায়ালা যেন আমাকে সঠিক তথ্য তুলে ধরার তৌফিক দান করেন।

পাশাপাশি ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির মোট ৬৮৯ টি ভোটারসহ নয়টি পদে ১৬ জন প্রার্থীদের সবার কাছে “ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর”পেইজের পক্ষ থেকে অনুরোধ করবো। এই বাজারে আমরা সবাই ভাই ভাই,চাচা-ভাতিজা অথবা নিকটতম আত্মীয় একজনের কোন সমস্যা হলে আরেক জন দ্রুত ছুটে যান তার কাছে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এটা আমি ব্যক্তিগত ভাবে জানি। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন মন খরাপ করবেন না প্লিজ! আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা, পরামর্শ দিয়ে এই বাজারকে উন্নত একটি পরিবেশে ডিজিটাল রুপে রুপ ধারন করানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

আর যারা বিজয় লাভ করেছেন তাদেরকে ও আমার ” ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর”পেইজের পক্ষ থেকে জানায় মোবারক বাদ। আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য পুরন করুক আমিন। কিন্তু জয়লাভ হয়ে খুশির ও কোন কারণ নেই। আপনি আমি ভাবছি ব্যপক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনে আমি প্রতিপক্ষকে পরাজয় করে জয়লাভ করেছি। এটা ভাবাটাও এক ধরনের বোকামি! কারণ আপনি জয়লাভ হয়েছেন ভোটারদের ভোটে। ক্ষমতার মালিক আল্লাহ। আর মানুষ উছিলা! আপনি জয়ের মালা পরার পূর্বে কি ওয়াদা করেছেন ভোটারদের সাথে। আপনিই জানেন মনে মনে কি ওয়াদা করেছিলেন বাজারের দোকান মালিকদের হঠাৎ কি কি চমক দিবেন।।

যদি আপনি সঠিক ভাবে ৬৮৯ জন সদস্যকে নিয়ে আপনার মনের আসা গুলো এবং ভোটারদের কষ্ট গুলো নিরসন করে বাজারকে উন্নয়ন করতে পারেন তাহলেই আপনি আশা করতে পারেন আপনি সফল নেতা,সফল প্রার্থী,সফল মানুষ, সফল দোকান মালিক, সফল বিজয়,সফল জয়লাভ করতে পেরেছেন ইনশাআল্লাহ। তাই সঠিক নেতৃত্বই বয়ে আনতে পারে ভালো কিছু! প্রিয় পাঠক আবারও সবাইকে “ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর” পেইজের পক্ষ থেকে জানায় মোবারক বাদ। আমার এই খুদ্র লেখা টি পড়ে কেউ মনে কষ্ট নিবেন না প্লিজ। ভুল বুঝবেন না। লেখার মধ্যে কোন ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিয়ে সঠিক লেখাও বলাটার পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সবাইকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন আমিন।

সাইফুল ইসলাম,
সাংবাদিক ও পল্লী চিকিৎসক,ডাকবাংলা বাজার, ত্রিমহনী, ঝিনাইদহ। মোবাইলঃ ০১৯২৫-২২৫৬৯১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ