শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে আয়োজিত হলো মাদক বিরোধী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

ফুলবাড়ীতে আয়োজিত হলো মাদক বিরোধী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা শিল্পী সমিতির সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফুলবাড়ী ডিগ্রী কলেজ যৌথভাবে এ মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করে।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, কলেজ গভর্ণিং বডির সদস‍্য মিয়াপাড়া দ্বিমূখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিকআব্দুল আজিজ মজনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন,

অত্র কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী নাসিবুর রহমান ও ১ম বর্ষের উম্মে রুহানী লাবণ‍্য প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ