শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে মাদক চোরাচালান প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ফুলবাড়ীতে মাদক চোরাচালান প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবন, মানব পাচার, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪:০০ টা থেকে সন্ধ‍্যা ৭:০০ টা পর্যন্ত বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব‍্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার অধ‍্যক্ষ আবুল কাশেম সরকার, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, নাওডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা উমর আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভরত চন্দ্র রায়, ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাসিবুর রহমান।

এ সময় সমাজসেবা দপ্তরের মাধ‍্যমে ৭ জন মেধাবী শিক্ষার্থী এবং ৯ জন হতদরিদ্র ব‍্যক্তির মধ‍্যে ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ