
নিষেধাজ্ঞা প্রত্যাহার-bgn24
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক সব সময় বৈরিতা লক্ষ করা যায়। এবার একটু ভিন্ন সাধের উষ্ণতা লক্ষ করা গেল, পাকিস্তান ভ্রমণে বাংলাদেশীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান।
পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমের এক বৈঠকের পরে সবাইকে অভিহিত করেন। তিনি বলেন বাংলাদেশীদের পাকিস্তানে ভ্রমণের সকল প্রকার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে পাকিস্তান সরকার।
অভিন্ন নদীর পানি ভাগাভাগি, সীমান্তে বাংলাদেশী হত্যা, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ে ভারতের পক্ষপাত দুষ্ট মনোভাব বাংলাদেশের জন্য নেতিবাচক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আলাপ হয়েছিল গত বছরের জুলাই মাসে । সময়ের পরিক্রমায় বৈরী সম্পর্ক অবসান ঘটে বাংলাদেশ-পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতেই পারে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার-bgn24