শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন

মধুতে মৌ-মৌ চারিদিক!

মানিকগঞ্জ প্রতিনিধি, www.bgn24.com / ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

 

মৌ-মৌ চারিদিক-bgn24

আবাসিক বাড়ি দখল করেছে মৌমাছি, সত্যিই এমন ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জামশা ইউনিয়নে বাস্তা মাটিকাটা গ্রামে। প্রবাসী নুরুল হকের বাড়িতে বসেছে মৌমাছির মেলা। গত চার-পাঁচ বছর যাবত ওই বাড়ি থেকে মধু আহরণ করে মৌয়ালরা।

প্রায় দু’ডজন মৌচাক তৈরি করেছে মৌমাছিরা, দেখে মনে হচ্ছে যেন পুরো বাড়িটাই মৌমাছির দখলে। দূরদূরান্ত থেকে মানুষ আসছে দেখার জন্য। মৌমাছিরা কখনোই মানুষকে ক্ষতি করে না।
প্রতি কাটাই ২৮- ৩০ কেজি মধু সংগ্রহ করে মৌয়ালরা অর্ধেক নিয়ে যায় তারা অর্ধেক মালিককে দেয়।
কৃষিবিদদের মতে ওই বাড়িতে রানী মৌমাছির জন্ম হয়েছিল, তাই প্রতিবছর ওখানে অধিক মৌমাছি বাসা বাঁধে, সেইসাথে ওই এলাকায় সরিষার চাষ বেশি হয় এ কারণে অধিক মৌমাছির আগমন ঘটে বলে মনে করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি,www.bgn24.com
মৌ-মৌ চারিদিক-bgn24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ