
দুর্ঘটনার কবলে-BGN24
দুর্ঘটনার কবলে থেকে অল্প জন্য রক্ষা পেয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক, উহাব রিয়াজ গত রোববার পাকিস্তান প্রিমিয়ার লিগ প্লেয়ার ড্রাফট শেষে বাড়ি ফিরছিলেন শোয়েব মালিক সঙ্গে ছিলেন তার সতীর্থ ওহাব রিয়াজ। শোয়েব মালিকের লাল রঙ্গের গাড়িটি ড্রাইভ করছিলেন তিনি নিজে, পথিমধ্যে গাড়িটি চরম ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারা দুজন সুস্থ আছেন।