শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

লাশ নিয়ে নেচে-গেয়ে শ্মশানে!

বিশেষ প্রতিনিধি,www.bgn24.com / ৭৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

লাশ নিয়ে নেচে-গেয়ে-BGN24

মহেশ্বরী চন্দ অল্প বয়সে বিয়ে হয়েছিল। একান্নবর্তী পরিবারের সঙ্গে বসবাস ছিল তার বয়সের ভারে নূহ্য হলেও তেমন কোনো অসুস্থতা ছিল না কিন্তু অবশেষে হঠাৎ ১২০ বছর বয়সে মারা গেলেন মহেশ্বরী চন্দ্র। ১২০ বছর বয়সী ওই নারীর ৫৬ জন নাতি- নাতনি। তার মৃত্যুর পর তার নাতি-নাতনিরা ব্যান্ডের তালে নেচে গেয়ে শ্মশানে নিয়ে গেল তাকে। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দীঘা থানার দক্ষিণ শিমুলিয়া।

নাতিরা মিলে উল্লাসে ফেটে পড়ল দাদির মৃতদেহ নিয়ে রং ছিটানো, ব্যান্ড দল নিয়ে এসে ব্যান্ড বাজানো, ফুল দিয়ে খাট সাজানো, খই ছিটানো, আতশবাজি বাননো কোন কিছুই বাদ যায়নি।
এমন উৎসবে অবাক হয়েছেন পুরো দীঘা বাসী, স্থানীয় পর্যটক সহ সকলেই!
এমন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছেন অনেকেই।
বিশেষ প্রতিনিধি,www.bgn24.com
                  লাশ নিয়ে নেচে-গেয়ে-BGN24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ