
লাশ নিয়ে নেচে-গেয়ে-BGN24
মহেশ্বরী চন্দ অল্প বয়সে বিয়ে হয়েছিল। একান্নবর্তী পরিবারের সঙ্গে বসবাস ছিল তার বয়সের ভারে নূহ্য হলেও তেমন কোনো অসুস্থতা ছিল না কিন্তু অবশেষে হঠাৎ ১২০ বছর বয়সে মারা গেলেন মহেশ্বরী চন্দ্র। ১২০ বছর বয়সী ওই নারীর ৫৬ জন নাতি- নাতনি। তার মৃত্যুর পর তার নাতি-নাতনিরা ব্যান্ডের তালে নেচে গেয়ে শ্মশানে নিয়ে গেল তাকে। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দীঘা থানার দক্ষিণ শিমুলিয়া।