শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ খালেদুর রহমান টিটো

রিপোটারের নাম / ৮৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

যশোরের রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটো রোববার( ১০/০১/২০২১) দুপুর ১টা ২০ মিনিটে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বাম রাজনীতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করা খালেদুর রহমান টিটো ছিলেন এক আপাদমস্তক রাজনীতিবিদ।এরশাদ সরকারের শেষ দিকে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রীর পদ পাওয়া এই রাজনীতিবিদ তার রাজনৈতিক জীবনের অনেক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

তিনি যে সকল রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন সেগুলো ইপিসিপি (এমএল), ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী-ন্যাপ), গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগও তিনি করেছেন। ১৯৬৩ সালে যশোর এমএম কলেজে পড়ার সময় প্রগতিশীল রাজনীতির ধারক ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতির সুচনা করেন খালেদুর রহমান টিটোর। পরে বাম ধারার শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন।

১৯৭৪ সাল থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী-ন্যাপ)তে যোগাযোগ করেন পরে এই নেতা ১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ন্যাপের পক্ষ থেকে জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিলেন। পরে ১৯৮১ সালে ‘গণতান্ত্রিক পার্টি’ গঠিত হলে তিনি স্ট্যান্ডিং কমিটির সদস্য হন। ১৯৮৪ সালে যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন । পরে ৮৬ সালে জাতীয় পার্টির( এরশাদ) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও হন। ১৯৮৭ সালে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন।

১৯৯১ এর শেষে জাতীয় পার্টির মহাসচিব হন এবং ১৯৯৬ সালে নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালের ৯ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুল উপহার দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। এর আগে বিএনপিতে যোগ দিলেও সদর আসনে দল প্রার্থী না করায় ধানের শীষের নির্বাচন তিনি করেননি।

১৯৯৬ সালের নির্বাচনে পরাজয়ের পর দল ত্যাগ করে আবার বিএনপিতে যোগ দেন টিটো। কিন্তু ২০০১ সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে আবারও দল ছাড়েন। ২০০৬ সালে টিটো আওয়ামী লীগে যোগ দেন এবং ২০০৮ সালে নৌকার প্রার্থী হিসেবে যশোর সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা হবিবুর রহমান আইনজীবী ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে মাস্টার্সে ভর্তি হলেও রাজনৈতিক কারণে পড়া শেষ করতে পারেননি টিটো। টিটোর বড়ভাই মাসুকুর রহমান তোজোকে ১৯৭১ সালে রাজাকার বাহিনী নৃশংসভাবে খুন করেছিল।

 

বেদুইন হায়দার, www.bgn24.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ