
রাজনৈতিক প্রেম-BGN24
রম্য রচনা একটি রাজনৈতিক প্রেম পত্র(কেবল মাত্র বিনোদন।)
প্রিয়তমা -ক পত্রের শুরূতে আমার বিল্পবী ও সংগ্রামী ভালোবাসা।
পত্রের শুরূতে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করতে চাই লাইলি-মজনু, শিরি-ফরহাদ, আনারকলি- সেলিম সহ শত শত রনাঙ্গনের তথা প্রেমাঙ্গনের বীর প্রেমিক-প্রেমিকাদের। সেন্ট ভ্যালেন্টাইন যেমন শাষক শ্রেণীকে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন ঠিক তেমনি জান তোমার জন্য তোমার বাবা ও ভাই কে আমি দাঁত ভাঙা জবাব দেব রাজপথে মিছিলে-মিছিলে, শ্লোগানে-শ্লোগানে।
সকল শোষিত, নিপিড়িত, বঞ্ছিত প্রেমিক সমাজ আজ বু্র্জুয়া প্রেমিকার বাবাদের বিরুদ্ধে এক। তুমি কোন চিন্তা করবে না বাবুটা আমি প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন সব রেডি করেছি।আমার বছর ব্যাপি আন্দোলন কর্মসুচি। আমি জানি আমার চিন্তায় তোমার ১০৩ কেজি ওজনের শরীর শুকিয়ে একেবারে ১০২ কেজি হয়ে গেছে।তবে ভয় নেই শোনা রাজপথ ছাড়ি, তোমার কোন ভয় নাই। আমরা হলাম রোমিও সেনা, ভয় করিনা বুলেট বোমা। শোন আমার বছর ব্যাপি কর্মসূচি- প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলন। এরপর কমিটি গঠন। প্রিয়তমা , এই কমিটির আহ্বায়ক আমি আর তুমি সদস্য সচিব, যুগ্ন আহ্বায়ক তোমার ছোট ভাই মানে আমার হবু শালা। উপদেষ্টা হিসেবে থাকবেন তোমার দাদা ও আমার নানী।
আমাদের এই প্রেম বাস্তবায়ন কমিটির কিছু শাখা থাকবে।বাড়ির কাজের লোকেরা শ্রমিক শাখায়, মালিরা থাকবে কৃষক শাখাই, তোমার আমার বন্ধুরা থাকবে সেচ্ছসেবক শাখায়, । জান, দাবি আমি আদায় করবই একটি অবাদ ও শুষ্ঠু বিবাহের মধ্য দিয়ে সংসারে ফিরাই আমাদের লক্ষ।তোমার বাবার অধিনে কোন বিবাহ হবে না। একটি নিরপেক্ষ কমিউনিটি সেন্টারে বিবাহ দিতে হবে। তুমি কোন চিন্তা করবানা প্রিয়তম কাজী অফিসে গিয়ে জনগন বিহীন বিবাহ আর এদেশের প্রেমিক সমাজ মেনে নেবেনা। তোমার আব্বা আমাকে ফোন করেছিল ঠিকিই , একটু ঘুমের ঝুলে ছিলাম বলে রিসিফ করতে পারিনি, একন তোমার ভাই আমার হবু সুমন্দি বলে বেড়াচ্ছে আমি নাকি বিবাহের ট্রেন মিস করেছি।
এখন তোমাকে তাদের পছন্দ করা ছেলের সাথে তোমার বিয়ে দেবে সে তালাক না দিলে আমি বিয়ে করতে পারবো না। আমি আমাদের শিক্ষক সমাজকে বলে দিয়েছি তারা টক শো করছে তোমার আমার বাবার সংলাপ ছাড়া কোন কিছু সম্ভব না। তারা মিডিয়া গরম রাখছে।শোন জান, সোনা পাখি তোমার বাবা বলে ছিলো পাত্রীদেখা এটা নিয়মরক্ষ কিন্তু আমি যেই পাত্রপক্ষকে ছেড়ে দিলাম ঠিক অমনি বলে বিবাহ দেবে।আর মধ্যরাতের বিবাহ কখনো প্রেমিক সমাজ মেনে নেবেনা ।
প্রেমিক সমাজ সবাই দেবদাশ না বরং ভারতীয় নায়ক দেবের মত পাগলু হবে। দরকার পড়লে তোমার চিরশত্রুর সাথে জোট বাধবো। প্রিয় তমা তোমাকে আমার ঘরে আনবোই। পরিশেষে প্রিয়তমা , গানের মতোই বলতে হয়, আমি পৃথিবী এই বুকে আগুন (গ্রেনেড ও পেট্রোল) লাগিয়ে দেবো তুমি যদি আমার না হওয়।
ইতি তোমার – ব বিঃদ্রঃ ঐ প্রেমিকের প্রেমিকার বিয়ে হয়ে গেছে , প্রেমিক দূর্নীতি করে প্রবাশে পলাতক। আমরা সকলের উপস্থিতিতে বিবাহ করিতে চাই।
সুধী সমাজ আজ কিছু কিছু দাবি কি এমন হয়ে যাচ্ছে না। এক সময় আনান্দ লাভের জন্যে মানুষ অনেক কষ্ট করতো। এখন শুধু প্রেমিকদের কথা শোনেন।
সংবিধিবদ্ধ সর্তকীকরন প্রেমিক মানেই দেশ প্রেমিক।
>>বেদুইন হায়দার লিও,(বঙ্গবন্ধু গবেষক ও সাংস্কৃতিক কর্মী
রাজনৈতিক প্রেম-BGN24