অনাহরে মরে সবে চোখে মুখে আজ কষ্টের বোল,
যা কিছুই ঘটুক আমি বাজাবো সরকারি ঢোল।
শত অন্যায়ে যুক্তি খোজা এটা পেশাগত হবি,
আমি ডক্টর অমক আলি প্রিপেইড বুদ্ধিজীবি।
পেশাগত বোধে রাখিতে সরকার দিয় শত মতবাদ,
মুর্খরা তাই জয় বাংলা বলে কখনো জিন্দাবাদ।
বুদ্ধির ভারে মোটা চশমায় গরীব পাইনা খুঁজে,
তত্ত্বের ভারে তৃপ্ত হয়ে নেতা ঘুমে চোখ বুজে।
যেহেতু দলের নুন খাই তাই গেয়ে যাই তার গুন,
আমাদের কি যদি লাগে জাতির চেতনায় ঘুন।
আমাদের ছাড়া হয়না পূর্ণ নেগা প্রকল্প গুলো,
প্রতিদিন দিয় শত মতবাদ আর পায়ের ধুলো।
আমরাই জানি কেমনে ঝুলাই মানব স্বপ্ন গুলো,
গাধা কেমনে ছোটে দিনরাত দেখে সামনে মুলো।
আমরাই বলি দিওনা কারেন্ট মসজিদে অকারণে,
ধর্ম দিয়ে এ জাতির বেশ পাঠানো যাইযে রণে।
আমরা বলেছি কাড়ো খেতার আগষ্টে জন্মদিন,
তোদের ঘরে সাপ রাখি দিয়ে মোরাই বাজায় বীণ।
বদল হলে ক্ষমতা পালা তোরা মার খাবি সবি,
বুদ্ধি বেঁচে মোরা টিকে যাবো প্রিপেইড বুদ্ধি জীবি।
হতে আমিও বুদ্ধিজীবি গবেষণা করি রোজ,
আমি হলে নেতার বুদ্ধিদাতা কেমন হবে বোঝ।
..…….বেদুঈন হায়দার লিও…….