জাবেদুল ইসলাম-
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিব তুমি,
সৌভাগ্যবান জন্ম তোমার,
টুঙ্গিপাড়ার ভূমি ।
৭১”র স্বাধীনতার কর্ণধার তুমি
সৌভাগ্যবান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি।
সাত কোটি জনতার মহা নেতা শেখ মুজিব তুমি।
সৌভাগ্যবান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি।
সোনার দেশে সোনা ফলিয়ে
হাসি ফোটানোর প্রত্যয়ে
শেখ মুজিব তুমি
সৌভাগ্য বান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি,
বিশ্ব জুড়ে পরিচিতি নেতা,
শেখ মুজিব তুমি।
সৌভাগ্যবান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি।