ঝিনাইদহ সদরের অন্তর্গত উত্তর নারায়ণ পুর পশ্চিম পাড়ায় একটি গ্রাম্য রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন এই এলাকার মানুষ এই রাস্তাটি নিয়ে চরম বিপাকে দিন কাটিয়েছে, বর্ষাকালে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে রাস্তাটি।
৩ নং সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন, প্যানেল চেয়ারম্যান ও উক্ত ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব, নাজমুল হক তুর্পি উদ্যোগ গ্রহণ করে রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব, ইউনুস আলী ভূইয়া ইনু, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান শিলু, দপ্তর সম্পাদক, ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোঃ ফারুক সরকার, মোঃ টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।