শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ছাত্রদের ধুমপানের ভিডিও ভাইরাল,তদন্তে মিলেছে সত্যতা।

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার। / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২

চুয়াডাঙ্গায় ছাত্রদের ধুমপানের ভিডিও ভাইরাল,তদন্তে মিলেছে সত্যতা।
নিজেস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে দশম শ্রেণির দুই ছাত্রের ধুমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের নির্দেশে ঘটনাটি তদন্ত করতে যান উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার প্রতিবেদন দেন একাডেমিক সুপারভাইজার।

জানা যায়, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের দুজন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও ইসাফুল হকের তত্ত্বাবধানে দশম শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা চলাছিল। সহকারী শিক্ষকদের গাফিলতির কারণেই ওই দুই ছাত্রের ধুমপান করা অবস্থায় কে বা কারা ভিডিও করে। পরে তা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের দৃষ্টিগোচর হলে তিনি উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলামকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ধুমপানের ঘটনাটির সত্যতা পান। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছি ছি রব উঠেছে। এবং স্কুলের শিক্ষক ও এই ঘটনায় জড়িত ছাত্রদের প্রতি ঘৃণার জন্ম নেয়। তবে এ ধরণের ঘটনা যাতে আর কোনো স্কুলে না ঘটে, এমনই প্রত্যাশা করেন অভিভাবক মহল।

এবিষয়ে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বজলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ধরণের ঘটনা কোনোভাবেই আশা করা যায় না। ইউএনও স্যারকে জানিয়েছি। কী পদক্ষেপ নিবেন, সেটা স্যার ও স্কুল মানেজিং কমিটি জানেন।’

দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম জানান, আজ ম্যানেজিং কমিটির সদস্যদের আসতে বলা হয়েছে। আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ