লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
লালমনিরহাট পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা করেছে ।
২৯ জুন (বুধবার) দুপুরে লালমনিরহাট পৌরসভা মার্কেটের তৃতীয় তলা হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এসময় প্রস্তাবিত বাজেটের নির্ধারণ অর্থের উৎস হতে আয় ব্যায় খাতের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূল নানা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা সভা ও মতবিনিময় করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
লালমনিরহাট পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পৌর রাজস্ব আয় হল ১১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ১০১ টাকা ধরা হয়েছে।পানি সরবরাহ খাতে ৫৪ লাখ ৫০ হাজার ০২ টাকা, উন্নয়ন হিসাব খাতে প্রকল্পসহ ৪১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকাসহ সর্বমোট ৫৩ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার ৫৬১ টাকা প্রস্তাবিত আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১০ কোটি ৯২ লাখ ৭৪৬ টাকা, পানি সরবরাহ খাতে ৫৪ লাখ ২৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৪১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৪৯৮ টাকা। সর্বমোট ৫৩ কোটি ১০ লাখ ৫ হাজার ২০৪ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বছর শেষে উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৮ লাখ ৯৩ হাজার ৩৫৭ টাকা। বাজেটে পৌর এলাকার রাস্তা, মাস্টার ড্রেন নির্মাণ, সড়ক বাতির সম্প্রসারণ, পানি সরবরাহ, পয় নিষ্কাশন ব্যবস্থা, চিত্ত বিনোদনের ব্যবস্থা, পাবলিক টয়লেট, দারিদ্র লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও স্বল্পসূদে কর্মসংস্থানের জন্য ঋণদান কর্মসূচিকে অগ্রাধীকার প্রদান করা হয়েছে।
এছাড়া বাজেটে বিভিন্ন মহামারী (করোনাসহ) মোকাবেলার জন্য রাজস্ব এডিপি তহবিল হতে ১৩ লাখ টাকা, মশক নিধন, স্যানিটারি ও বৃক্ষরোপণ খাতে ১২ লাখ টাকা, ঔষধপত্র ইপিআই ও গরীব দুঃস্থ্য ব্যক্তি/প্রতিষ্ঠানের অনুদান খাতে ৩২ লাখ টাকা, জাতীয় দিবস উৎযাপন, খেলাধুলা ও সাংস্কৃতি খাতে ১০ লাখ টাকা, ময়লা আবর্জনা, ড্রেন পরিষ্কারের মাসিক লেবার বিলসহ ১ কোটি ১৫ লাখ টাকা বাজেটে রাজস্ব খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া উন্নয়ন বাজেটে অবকাঠামো উন্নয়ন (রাস্তা, ড্রেন, কালভার্ট, টয়লেট নির্মাণ, শহর সৌন্দর্য্যবর্ধন, সোলার প্যানেল স্থাপন, বস্তির অবকাঠামো উন্নয়ন, সড়ক বাতি) খাতে ২২ কোটি টাকা ও পৌর শপিং কমপ্লেক্স বর্ধিতকরণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এসময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনের সভাপতিত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে লালমনিরহাট পৌরসভার ৭৩% বাজেট অর্জন করা সম্ভব হয়েছে, যা ইতিপূর্বে কখনো লালমনিরহাট পৌরসভার পক্ষে সম্ভব হয়নি।