শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

বাউফলে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

বাউফলে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,আতঙ্কে এলাকাবাসী স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর বাউফলের সূর্য্যমণি ইউনিয়নের রুহুল আমিন সিকদার নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। আজ শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ঘটনার দিন দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন মুখোশধারী ডাকাত রুহুল আমিন সিকদারের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের লোকজন জিম্মি করে ফেলে।

এরপর তারা আলমিরা ভেঙ্গে ১৬ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। রুহুল আমিন সিকদার দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে নূরাইনপুর বাজারে ব্যবসা করছেন।

এবিষয় বাউফল থানার ওসি আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ