বানবাসীদের পাশে দাড়ালেন তাহিরপুর অফিসার্স ক্লাব
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (অফিসার ক্লাব)’র কর্মকর্তাগনের নিজস্ব অর্থায়ানে তহবিল গঠন করে, বন্যার’ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন।
(১জুলাই) শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে আর্থিক সহযোগীতার অর্থ বিতরণ করেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা, উপজেলার প্রকৌশলী ইকবাল কবির, ও ক্লাবের অন্য অন্য সদস্য বৃন্দ প্রমুখ।
এ সময়, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই।এবং সকল কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, আজও সরকারি, বেসরকারি পর্যায়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে ।