বাঁশখালীতে ভেজাল ঔষধ বিক্রির দায়ে জরিমানা
বাঁশখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দূপুর ৩.০০ টা থেকে বিকেল ৬.৩০ মিনিট পর্যন্ত বাঁশখালী গুণাগরী রামদাস-মুন্সীরহাট কুরবানির পশুর হাট ও তৎসংলগ্ন বিভিন্ন ভেটেরিনারি
ঔষধের দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান এর নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মজুমদার ভেটেরিনারি দোকান মালিক এরশাদ(৩৫) কে ভেজাল ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়, এই সময় লক্ষাধিক টাকার ঔষধ জব্দ ও ধ্বংস করা হয়।
এছাড়া লাইসেন্স না থাকায় ২ টি রেস্টুরেন্ট( রাজকুটির ও সুরুচি) এর মালিক কে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ১৭ ধারায় ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।