ঝিনাইদহ সদর উপজেলার দুই নাম্বার মধুহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান আলতাফ হোসেনের বিরুদ্ধে ভিজিএফ চাউল বিতারনে অনিয়মের অভিযোগ করেছে তার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ। গত ৭ জুলাই রোজ বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালকের নিকট অভিযোগ দেয় করেন অত্র ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চোরকোল গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম তার অভিযোগ পত্রের উল্লেখ করেন তার ওয়ার্ডে ১৩০ জনের তালিকা প্রস্তুত করা হয় পরে সেই তালিকা মোতাবেক তাদের চাউল না দিয়ে ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন তার নিজস্ব লোক দিয়ে তালিকা অন্তর্ভুক্ত বাইরের লোককে দশ কেজির স্থানে নয় কেজির কিছু বেশি চাউল দেয়া হয়। ইহাতে অনেক গরিব মানুষ যারা অনাহারে দিন যাপন করে তারা প্রধানমন্ত্রীর এই কর্মসূচির ন্যায্য প্রাপ্য দার হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছে। এই অভিযোগের মাধ্যমে বিষয়টা খতিয়ে দেখে চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার আবেদন জানান।
তাছাড়া একইভাবে অভিযোগ করেছে অত্র ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে আব্দুল মজিদ। সেতার অভিযোগ পত্রে উল্লেখ করেন তার ওয়ার্ডের ২৪০ জনের কার্ড দেয়ার তালিকা করলেও তাদের চাউল দেয়া হয়নি।এবং যাদের চাল দিয়েছে তারা সকলে দশ কেজি করে চাউল পায়নি।
আরো অভিযোগ করেছে ৬ নং ওয়ার্ডের মহামায়া গ্রামের মৃত জানে মন্ডলের ছেলে ইউপি সদস্য জিয়াউর রহমান। সে তার অভিযোগ পত্রে তার ওয়ার্ডে ১১৬ জনের তালিকা প্রস্তুত করলেও তাদের সেই তালিকা অনুযায়ী চাউল দেয়া হয়নি।চেয়ারম্যান তার নিজস্ব লোক দিয়ে যাদের চাউল দিয়েছে তারা কেউ দশ কেজি করে চাউল পায়নি।
অনুরূপ অভিযোগ করেছে অর্থ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলীর ছেলে মিলন। উল্লেখ করেছে যে তার ওয়ার্ডে ৯৪ জনের তালিকা প্রস্তুত করা হলো তারা কার্ড অনুযায়ী চাউল পায়নি। যাদের চাল দেয়া হয়েছে তারা দশ কেজি চাউলের কম পেয়েছেন।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মৃত ফরিদ মন্ডলের ছেলে একই অভিযোগ করেন। সে তার অভিযোগ পত্রে উল্লেখ করেন তার ওয়ার্ডে শ্যামনগর গ্রামে ২১০ জনের তালিকা প্রস্তুত করা হলো তাদের তালিকা অনুযায়ী চাউল দেয়া হয়নি। চেয়ারম্যান তার নিজস্ব লোক দিয়ে যাদের চাল দিয়েছে তারা কেউ দশ কেজি চাউল পায়নি।
মধুটি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোহাম্মদ জহুরুল হকের স্ত্রী সাবিনা ইয়াসমিন মুন্নি সেও এই চাউল বিতরণের ব্যাপারে অনিয়মের অভিযোগ দায়ের করেন। তার সংরক্ষিত ওয়ার্ডে ৯৫ জনের তালিকা প্রস্তুত করা হলো তাদের কোন চাউল দেয়া হয়নিl চেয়ারম্যান যাত্রা যাদের নিজস্ব লোক দিয়ে চাউল দিয়েছে তাদের দশ কেজির কম চাউল দেয়া হয়েছে বলে সে জানাই।
তবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করে জানতে চাইলে সে বলে যে আমি চাউল দেয়ার জন্য অপেক্ষা করে বসে ছিলাম কিন্তু তারা না আসাতে আমি তাদের চাউল বিকালে অন্যদেরকে দিয়ে দিয়েছি।
এই প্রসঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহিন এর নিকট মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন গত বৃহস্পতিবার মধুহাটি ইউনিয়নের ইউপি সদস্যগণ আমার নিকট এসেছিল আমি বলেছিলাম রেজুলেশন এর কপি নিয়ে আসেন আমি সেই মোতাবেক সমস্যার সমাধান করবো। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালকের নিকট অভিযোগ দায়ের করেছে সেটা আমার জানা নেই আমি আপনার নিকট থেকে এইমাত্র বিষয়টি জানলাম।