শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

 

কুড়িগ্রামে হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নে অবস্থিত “হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়” এর ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে পালিত হবে সুবর্ণ জয়ন্তী উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে বিদ্যালয় ও তার আশপাশ এলাকা।

আগামী ১২ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানায় আয়োজক কমিটি।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: জাফর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অপরূপ সাজে সজ্জিত হচ্ছে হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ।

বিদ্যালয়ের গেট হতে শুরু করে মাঠজুড়ে তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির প্যান্ডেল, সর্বোপরি পুরো এলাকা বিভিন্ন রঙের লাইটিং, ফেস্টুনসহ নানান সাজে সুসজ্জিত করা হচ্ছে ।

হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার লোকের সমাগম ঘটবে।

ইতিমধ্যে বর্তমান ও প্রাক্তন প্রায় ৬শত শিক্ষার্থী নিজ ও পরিবার নিয়ে তাদের রেজিস্ট্রিশন পর্ব শেষে করেছে। শুধু মাত্র এই শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব ছাত্র-ছাত্রী পড়াশোনা করেছেন বা করছেন শুধু তারাই রেজিস্ট্রেশন করে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে পুরো অনুষ্ঠানটি করা হচ্ছে বিধায় রেজিস্ট্রেশন ব্যতিত প্রথম পর্ব অনুষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবে না।

সুবর্ণ জয়ন্তী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের নিজস্ব ১শত নিরাপত্তা কর্মী ছাড়াও পুলিশ ও গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ আর্কষণ হিসেবে থাকছে তরুণ প্রজন্মের স্টার কণ্ঠশিল্পী আয়েশা জেবিন দিপা।

১২জুলাই সুবর্ণ জয়ন্তী প্রথম পর্বের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, প্রবেশ, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন ও পবিত্র গীতা থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ।

দ্বিতীয় পর্ব অনুষ্ঠান মালায় রয়েছে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন, ফুল ও সম্মাননা স্বারক প্রধানদের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ,
সুবর্ণ জয়ন্তী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর শুভেচ্ছা বক্তব্য, অতিথিদের বক্তব্য, দুপুরের খাবার। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ও সমাপনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ