জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা:
গাবুরায় মধ্যরাতে দুই সন্তানের জননী তাসকিয়া (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ জুলাই) আনুমানিক রাত ১টায় গাবুরার ৯নং সোরা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ৯নং সোরা গ্রামের খালেক গাজীর ছেলে ইসমাইল গাজীর স্ত্রী। নিহতের মেঝো জা পারুল জানান, নিহত নারী তাসকিয়া খাতুন তার সেঝো দেবরের স্ত্রী।
সংসারে অভাব অনাটনের কারণে আমার দেবর বিভিন জেলায় দিন মজুরের কাজ করেন। নিহতের দুই ছেলের মধ্যে বড় ছেলেটা ক্লাস তৃতীয় শ্রেনীতে পড়ে ও ছোট ছেলের বয়স তিন বছরের মত। তিনি আরো জানান, রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। তাই শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটো খাটের উপর বসে কাঁদছে। আমার বড় ভাসুর আমাকে বলেন তাসকিয়া বাথরুমে গেছে কি’না দেখতে।
কিন্তু বাথরুমে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়া বাইরে শোয়া অবস্থায় আছে। সাথে সাথে আমি চিৎকার দিয়ে আমার ভাসুরকে ডাকি। বড় ভাসুর তাসকিয়ার অবস্থা দেখেই বলে ওঠেন এটা সাহেবের কাজ। তবে সাহেবের সম্পর্কে তারা বিস্তারিত বলেননি। এদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তাসকিয়ার শরীরে বেশ কয়েকটি জখম দেখা গেছে। মাথার সামনে ও পেছনে, চোয়ালে, কাঁধে ও গলায় ধারালো কিছু দিয়ে কোপানোর দাগ পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে। একই সাথে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলীর মা ফাতেমা বেগম কে পুলিশ থানায় নিয়ে এসেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান হত্যার রহস্য উদঘাটনের পুলিশ কাজ করছেন।