জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে ৩৫ নং ভামিয়া পোড়াকাটলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। অপরদিকে তারই প্রতিবেশী রতন রপ্তানের ছেলে সুদর্শন রপ্তান এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। সুদর্শন দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্র।
ঘটনা সুত্রে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া মিনতি (ছদ্দনাম)কে খাবারের প্রলোভনে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সুদর্শন।গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই অঘটন ঘটায় বলে দাবি করেন নির্যাতিতার পরিবার। নির্যাতিত শিশুটির পিতা সঞ্জয় রপ্তান বলেন, রাতে মিনতি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে বলে। অবস্থার অবনতি হলেও যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকার কারণে পরদিন সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
পরবর্তীতে আমি বাদী হয়ে সুদর্শনকে অভিযুক্ত করে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করি এবং আমার অভিযোগটি থানা কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। অন্যদিকে অভিযুক্তের পিতা রতন রপ্তানের ব্যবহৃত ০১৯২৩-৯৬৯৯১৭ সেল ফোন নাম্বারে একাধিকবার রিং দিলে তিনি রিসিভ করেননি। পরবর্তীতে ফোনটি বন্ধ করে দেন তিনি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন আছে।