শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

কৃষক জমি চাষ করতে গিয়ে দুর্বৃিত্তের হাতে হামলার শিকার

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২

কৃষক জমি চাষ করতে গিয়ে দুর্বৃিত্তের হাতে হামলার শিকার

কুড়িগ্রাম প্রতিনিধি :

স্যালো মিশিনের হ্যান্ডেল দিয়ে পিটিয়ে কৃষকের দুটি পা ভেঙ্গে দিয়েছে দুর্বিত্তরা। সন্ত্রাসীদের অর্তকিত হামলায় গুরুত্বর আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের (এম-4) বিছানায় শুয়ে কাঁতরাছেন মোকসেদ আলী।

কষ্টের কেনা জমি চাষ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হতে হবে কখনও ভাবতে পারেন নাই তিনি।

ঘটনাটি ঘটে (২৮শে জুলাই-২২) সকাল ১১:০০ টায় উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের বাঁশবাড়ি ৫নং ওয়ার্ডে। এ ব্যাপারে তারা থানায় একটি অভিযোগও করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান,উলিপুরের – দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাঁশবাড়ি গ্রামে সরদার এমদাদুল হকের বাড়ির পাশে তাদের মালিকানাধীন জমি চাষ করতে যান তিনি।

এ সময় কুখ্যাত সন্ত্রাসী শাহালম অতর্কিত হামলা চালায়ি দুটি পা ভেঙ্গে দেয়। এবং তাতে সে অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ফেলে যায় তাকে। পরে এলাকাবাসিরা দেখতে পেয়ে তাকে
পিটে করে তার বাড়িতে নিয়ে আসেন।

এলাকাবাসী- মহুবর রহমান,আজগার আলী জানান, এই সন্ত্রাসী শাহালম’ নিত্যদিনই এলাকায় কোনো না কোনো মানুষের সাথে অসৎ আচরণে লিপ্ত থাকেন।

তিনি বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত, আর সেই অবৈধভাবে টাকা উপার্জনের গরমে মানুষের সাথে কুআচরণ করেই থাকেন। এরা সমাজের দুষ্কৃতিব্যক্তি। এদের আইনের আওতায় এনে শান্তির ব্যবস্থা নেয়া হোক এটাই তাদের দাবী।

এদিকেকে মোকসেদ আলীর স্ত্রী মোছাঃ মিনারা বেগম আর্তনাদ করে জানান,আমার স্বামী জমি চাষ করতে গেলে স্যালো মেশিনের হ্যান্ডেল হাতে করে নিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে দুটি পা,ভেঙ্গে দেন।

এখন আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার ২টি মেয়ে, একটি ছেলেকে নিয়ে কিভাবে চলবো।
আমি ইহার উচিত বিচার চাই প্রশাসনের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ