বলিউডে-bgn24
বলিউডে অভিষেক মিডিয়াপাড়ায় চলছে গুঞ্জন, গুঞ্জন চলছে নবাগত নুপুর সাননের অভিষেক হতে যাচ্ছে সিনেমায়। গতবছর অক্ষয় কুমারের হাত ধরে ফিলহাল নামে একটি গানের মডেল হয়েছিলেন তিনি।
মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন নুপুর কাজ করতে যাচ্ছেন বড় পর্দায়। প্রযোজনা সংস্থা পূজা ইন্টারটেইনমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন তাকে নিয়ে সিনেমা নির্মাণের খুব শীঘ্রই কাজ শুরু করবেন।
নুপুর সানন অভিনয় ছাড়াও গান, সাঁতার ইংরেজি, বাংলা ও জার্মান ভাষায় পারদর্শী। তিনি জার্মানি ভাষায় কথা বলতে জানেন।
মুভিপ্রেমীদের মুগ্ধ করতে পারলেই হয়তো তিনি হবেন আগামীর তারকা সেটা সময় বলে দিবে।
বিনোদন প্রতিনিধি।
www.bgn24.com
বলিউডে-bgn24