ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ
ডাকবাংলা বাজারে জনপ্রিয়তার শীর্ষে। জানা গেছে জনসেবার কারণে সাধারণ মানুষসহ ডাকবাংলা বাজারের দোকান মালিকদের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবেও ।
দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষসহ ডাকবাংলা বাজারের দোকান মালিকদের সেবায় । সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের । ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ও মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে । করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন । তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান ।
স্থানীয় সাধারণ জনগণও ডাকবাংলা বাজারের বেশ কিছু দোকান মালিক প্রতিবেদককে জানান, ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদকও উদীয়মান যুবক রাজনীতিবিদ রাজীব শেখ আমাদের সকল বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন । রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই । রাজীব শেখের পিতা মৃত্যু ইসলাম শেখ এই ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
সুনামের সহিত দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব ও পালন করেছেনও তিনি। মৃত্যু ইসলাম শেখের ছেলে রাজীব শেখ ও দীর্ঘ দিন ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমরা এবার ও তার সাথে কাজ করে যাচ্ছি রাজীব শেখ এবার ও এই বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
এবিষয়ে ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ বলেন, আমাকে যদি দোকান মালিকগন এবার ও তাদের সেবা করার সুযােগ করে দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে এই বাজারটি সিসি ক্যামেরার চাঁদরে ঢাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় স্টেপ থাকবে আমরা সব দোকান মালিকগন মিলে ডাকবাংলা বাজার মডেল বাজার হিসাবে গড়বো ইনশাআল্লাহ।