মেধাবী তরুণ প্রজন্মের-bgn24
দিন দিন তরুণ প্রজন্ম রাজনীতি থেকে কেমন জানি মুখ ফিরিয়ে নিচ্ছে। এক সময় মেধাবীরা রাজনীতি করেছে বলেই ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা সহ নানা প্রকার কাজ করতে পারতো। কিন্তু কালের বিবর্তনে মেধাহীনদের দখলে চলে যাওয়া ছাত্র রাজনীতি আর দেশ কে তেমন কিছু দিতে পারছে না।
আগে ছাত্র সংগঠন অনেক স্বাধীন ছিল। ছাত্রলীগের কারণে আওয়ামী লীগের অনেক সিদ্ধান্ত বদলাতে হয়েছে। আর এখন ছাত্রদের ভোটে ছাত্রনেতা হয় না। মুল দল সকল সিদ্ধান্ত নেই।
সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান তারা নিয়ম করে হলেও ছাত্র সংগঠন গুলোতে মেধাবীদের স্থান দিক।
মেধাবী তরুণ প্রজন্মের-bgn24