শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

লাইট-ক্যামেরা-অ্যাকশন!

বিনোদন ডেস্ক, www.bgn24.com / ৭২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
Actress Rituparna Sengupta ; India NO MR

 

দীর্ঘ বিরতির পর-bgn24

ইন্ডিয়ান বাংলা চলচ্চিত্রের সফল মুখ ঋতুপর্ণা দীর্ঘ বিরতির পর আবার হাজির হয়েছেন ক্যামেরার সামনে। তিনি হিন্দি ছবি সলট অভিনয়ের মধ্য দিয়ে আসছেন দর্শকের সামনে। ঋতুপর্ণার বিপরীতে অভিনয়ে দেখা যাবে চন্দন রায় স্যানালকে।

চলচ্চিত্র পরিচালক হিসেবে সানি রায় অভিষেক ঘটতে যাচ্ছে, সানি রায় বলেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হিন্দি মুভি সল্ট নির্মাণ করতে চলেছি সন্দেহে দর্শক ভিন্ন রকম স্বাদ পাবে।
ছবির গল্প সম্পর্কে ঋতুপর্ণা নিজে বলেন, ভিন্ন নারী চরিত্র উপস্থাপন করা হয়েছে আমার চরিত্রটি আশা করি দর্শকদের ভাল লাগবে।
চন্দন রায় বলেন তার চরিত্র সে ভীষণ অন্তর্মুখী স্বভাবের সে তার নিজের বান্ধবীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তার চরিত্রটা এক কথায় অসাধারণ।
সল্ট এর শুটিং হবে কলকাতার দার্জিলিঙে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, শুভম ও আরো অনেকে।
বিনোদন ডেস্ক, www.bgn24.com
                                                 দীর্ঘ বিরতির পর-bgn24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ