শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

এবিএস রনি, শার্শা( যশোর) প্রতিনিধিঃ / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

শার্শায় আসছেন ডাঃ দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আগামীকাল ২৬শে অক্টোম্বর বুধবার একদিনের সফরে শার্শায় আসছেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এ দিন সকাল ৬.৩০টায় তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯টায় তিনি যশোর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল ১১টায় শার্শার বাগআঁচড়া ড.মশিউর রহমান মহিলা কলেজের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে বেলা ২.৩০টায় যশোর খাজুরার উদ্দেশ্যে যাত্র করবেন।

বিকাল ৪টায় বাঘারপাড়ার খাজুরা সরকারি শহিদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অনুষ্ঠানে উপস্হিতি থাকবেন।সন্ধা ৬.৩০ যশোর বিমান বন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।পরে ৭.১০ টায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের আভ্যন্তরীন টার্মিনালে উপস্হিতি এবং সন্ধা ৮.১৫ হেয়ার রোডস্থ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।

এদিকে এ উপলক্ষে শার্শার বাগআঁচড়া ড.মশিউর রহমান কলেজে সাজসজ্জা শেষ হয়েছে। সেই সাথে অনুষ্ঠান উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতিও চলছে পুরোদমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ