রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

মহেশপুরে স্বর্ণের বার ও এয়ারগানসহ আটক ১

সাইফুল ইসলাম / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মহেশপুরে স্বর্ণের বার ও এয়ারগানসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুর ও জীবননগর উপজেলার সীমান্তে অভিযানে ৪ টি স্বর্ণের বার ও ৪ টি এয়ারগানসহ বায়েজীদ (২১) নামে এক স্বর্ণের পাচারকারীকে আটক করেছে ৫৮ বিজিবি । আটকৃত বায়েজীদ মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার পদ্মপুকর ডিগ্রী কলেজের নিকট থেকে স্বর্ণের বার ও জীবননগর উপজেলার মাধখালী ময়নাগাড়ী মাঠের মধ্য থেকে এয়ারগান গুলো আটক করা হয় ।
মঙ্গলবার সন্ধায় এক প্রেস ব্রিফিংয়ে ৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদেও ভিত্তিতে ঐ ২টি এলাকায় অভিযান পরিচালনা করি ।

এয়ারগান ফেলে পালিয়ে গেলেও মহেশপুর উপজেলার পদ্মপুকর ডিগ্রী কলেজের নিকট থেকে ৫টি সোনার বারসহ বায়েজীদ (৩৫) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। যার ওজন ৭৬৬.৩৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মুল্য ৩৪ লক্ষ ৫৮হাজার ৮শত ৩০ টাকা। আইনী প্রক্রিয়া শেষে আসামীসহ স্বর্ণ মহেশপুর ও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা এয়ারগান গুলো জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ