আহ্বান শিল্পী গুষ্ঠির কমিটি ঘোষণাঃ পরিচালক জাহিদুল,সহকারী সোহেল
ঝিনাইদহ সদর উপজেলার “আহ্বান শিল্পী গুষ্ঠি”র দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার ডহরপুকুরিয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
আহ্বান শিল্পী গুষ্ঠির উপজেলা সাবেক সহকারী পরিচালক হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা ম্যাসেজ কালচারাল একাডেমির পরিচালক অধ্যাপক রাসেদ সরওয়ার এর উপস্থিতিতে এই উপজেলা কমিটির পরিচালক হিসাবে জাহিদুল ইসলাম সালেহী ও সহকারী পরিচালক হিসাবে সোহেল আহম্মেদ কে ঘোষণা করা হয়।
এই কমিটিতে অর্থ সম্পাদক আঃ আজিজ,সঙ্গীত পরিচালক নবী-ছদ্দীন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাহিত্য সম্পাদক হাসানুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা,থিয়েটার সম্পাদক আব্বাস আলী,শিশু বিভাগ আঃ মান্নান অফিস সম্পাদক বিল্লাল হোসেন,কিরাত বিভাগ হাফেজ ইব্রাহীম,ওলামা বিভাগ কে এম রাইসুল ইসলামকে ঘোষণা করা হয়।
এই কমিটি ঘোষণা করার সময় বিভিন্ন পেশার লোকজনসহ স্হানীয়রা উপস্থিত ছিলেন।