করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রাতঃভ্রমণ সমাজ কল্যাণ পরিষদ।
রোববার সকালে রাজধানীর ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে প্রাতঃভ্রমণ সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান এনামুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তত শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম খান। এছাড়াও প্রাতঃভ্রমণ সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।