শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সোনার ফসল

ওমর ফারুক। / ৭১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সোনার ফসল
সাকিব আহমেদ সুজন

পাকা ধানে ভরপুর
ছোট্ট একটা ভূমি,
কি করে করিলে
সাধন বলে যাও তুমি।
করিয়াছি যাহা সাধন
দেখে তুমি তাই
সুখের জীবন অবসান
করিলাম তুমি দেখ নাই
অভিমান করো না
কৃষক বলছি আমি ভাই
সোনার ফসল সম্মুখে
থাকিলে কেবা দেখিতে চাই।
রৌদ্র করটিতে করিয়াছি
পরিশ্রম আয়েস করি নাই।
ক্ষুদ্র ক্ষুদ্র দানা গুলি আজ
সোনার ফসলে রূপায়ণ হয়েছে তাই।
কত প্রহরে কত কর্ম করিয়াছো তুমি

সোনার ফসলে পরিপূর্ন
তোমার ছোট্ট একটি ভূমি
যেবা করিয়াছি কর্ম
আমিতো ভাবি নাই
সঠিক প্রহরে করিয়াছি কর্ম
হেলা করি নাই
তাইতো আজ সোনার ফসল
আমার আঙ্গিনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ