ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পদকের নামে মিথ্যা অভিযোগ করায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাংবাদিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র সংগঠনের সদস্য ফজলুল কবির গামা সংগঠনের শৃংঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারনে নির্বাহী পরিষদের জরুরী সভায় তাকে শোকজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগেই সে থানায় মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ভাবে ঝিনাইদহ সদর থানায় সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু এবং দপ্তর সম্পদক মোঃ জাহিদ হাসানের নামে একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে যে নৌকার প্রার্থী মো: আব্দুল খালেক এর পক্ষে কাজ করার জন্য তাকে হুমকি দিয়েছে এবং আওয়ামীলীগকে নাস্তিক সংগঠন বলে মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে তার কাছে তথ্য, প্রমাণ নেই এবং তার সাথে পৌর নির্বাচনে ব্যাপারে সংগঠনের কোন সদস্যের কোন কথা হয়নি।
অপর দিকে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি কোন রাজনৈতিক দলের মদৎপুষ্ট হয়ে কাজ করে না। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং দেশের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। কিন্তু একটা কু-চক্রি মহলের প্ররোচনায় পড়ে উক্ত সদস্য তার সাধারণ ডায়েরীতে এমন মন্তব্য করায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বাংলাদেশের একটি বৃহৎ সরকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে এমন মিথ্যা মন্তব্য ভাইরাল হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
অপরদিকে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান (সন্টু) একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং যুব লীগের দলীয় কর্মকান্ডের সাথে সরাসরি ও অতপ্রতভাবে জড়িত। জাহিদ হাসান রিপোটার্স ইউনিটের দপ্তর সম্পাদক এবং একজন বলিষ্ঠ সাহসী সাংবাদিক।
অতএব আমরা বিনীত ভাবে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি উক্ত বিষয়টি সুষ্ট তদন্ত পূর্বক মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মন্তব্যকারীর মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি । ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি এহেন কুরুচিপূর্ণ অভিযোগ বা মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে।