ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর সড়কের কয়েকটি স্থানে উড়ছে লাল পতাকা
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর যাওয়ার সড়কের একে বারে মাঝখানে মাঝখানে উড়ছে লাল পতাকার মতো কাপড়ের টুকরা । দেখেই মনে হচ্ছে এখানে বিশাল বিপদসংকেত। সোমবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর যাওয়ার সড়কের ইনসাফ মোড়ের আফিল মিয়ার স্কেলের সামনের দুই দিকে এবং ইন্জিনিয়ার আনোয়ার জাহিদ এর বাড়ির পাশে বিশাল আকারের বড় একটি গর্ত সেখানে ও উড়ছে লাল পতাকার মতো একটি টুকরা । যা এখানে প্রতিদিন কোন না কোন ছোট বড় দূর্ঘটনা ঘটেই থাকে। তাই সাধারণ পথচারীদের সাবধানের জন্যই এই পতাকা উড়ানো হয়েছে বলে জানা গেছে। বাতাসে তা হেলেদুলে উড়ছে।
এবিষয়ে পথচারীসহ স্থানীয়রা জানান,সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ডাকবাংলাসহ পার্শবর্তী এলাকা গুলোতে “অশনি”র তান্ডবে বিশাল ক্ষতি হয়েছিল। তার মধ্যে ছিলো ত্রিমহনী থেকে বাজার গোপালপুর যাওয়ার সড়কের দুই ধারের বেশ কয়েকটি বড় বড় মোটা গাছ ভেঙে রাস্তায় পড়েছিল। তার মধ্যে একটি মোটা গাছের গুঁড়ি রাস্তার অনেক খানিকটা জায়গা নিয়ে উপড়ে গিয়েছিল। পড়ে থাকা গাছের সব সমস্যার সমাধান হলেও আজ বিগত প্রায় দু মাস হয়ে গেলেও গর্তের সমাধান টানতে পারেননি কেউ।
তারা আরও বলেন এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই সড়কটি খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। ইচ্ছে হলে এটি দিয়ে গোটা বাংলাদেশ ঘোরা যায়। এতো বড় গুরুত্বপূর্ণ সড়কটি যদি চলাচলের অনুপযোগী হয়,আর প্রতিদিন এখানে দূর্ঘটনা ঘটতে থাকে তাহলে সরকারের সম্মান ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেন পথচারী ও স্থানীয়রা। তাই ঝিনাইদহের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কতৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগন।