শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলা গ্রীন নিউজ ডেক্স / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলা গ্রীন নিউজ ডেক্সঃ

চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে আজ ২৯ শে জুন বুধবার। সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হয়ে বিকেল ৪টার সময় সম্পন্ন হয়েছে।

মতিয়ার রহমান প্যানেলের বিজয় লাভ করেছে। এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী ছিলেন ৮ জন আহসান হাবিব, ইন্তাদুল হক,নজরুল ইসলাম, ফারুক হোসেন,মতিয়ার রহমান, সাইফুল মাস্টার, সাইফুল ইসলাম। গত ১২ই জুন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং গতকাল ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রফিকুল ইসলাম। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলের প্রেক্ষিতে ২৯১ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মতিয়ার রহমান, ২১১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন ফারুক হোসেন,২০৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রফিকুল ইসলাম ও ১৯৪ ভোট পেয়ে ৪র্থ হন স্বতন্ত্র প্রার্থী সাইফুল মাষ্টার। নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন, নজরুল ইসলাম১৬৭, ইন্তাদুল হক ১৩৯, আহসান হাবিব ১৩৭, , সাইফুল ইসলাম ৯৫ ভোট পেয়েছেন।
বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রশিদের তত্ত্বাবধানে সারাদিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রিজাইডিং অফিসার রাফিজুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটে দায়িত্বে থাকা সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হ‌ওয়ায় ভোটার ও সাধারণ জনগণের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ