ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লী প্রাণী চিকিৎসক সমবায় সমিতির পূর্ণ কমিটি গঠন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পল্লী প্রাণী চিকিৎসক সমবায় সমিতির উপজেলা শাখা কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করে।
আজ ২৯শে জুন বুধবার সকাল ১০ ঘটিকায় কোটচাঁদপুর উপজেলা মৎস্য হ্যাঁচারীতে আহ্বায়ক মোঃ সজীব আহাম্মেদ বকুল এর সভাপতিত্বে শতাধীক পল্লী প্রাণী চিকিৎসকদের উপস্থিতিতে কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করা হয় ।
উক্ত কাউন্সিলে আহ্বায়ক কতৃক সকলের সম্মতি ক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।
এখানে সভাপতি মোঃ সজীব আহাম্মেদ বকুল ও সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম রশিদ, সাংগঠনিক সম্পাদক জীপু হাসান, সহ- সভাপতি মোঃ মিন্টু রহমান মনোনীত হন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।