শনিবার, ১১ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন

কবিতা- বিবেক পঁচা গন্ধ =ডাক্তার বিল্লাল হোসেন

বাংলা গ্রীন নিউজ ডেক্স / ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

বিবেক পঁচা গন্ধ
বিল্লাল হোসেন

মৌন হাহাকারে আচ্ছন্ন জগত
লাশের মিছিলের পর মিছিল,
তপ্ত হৃদয়ে মুহূর্মুহু বেদনার কান্না
বেঁচে থাকার আকুতিতে
পেট নামক রাক্ষস টাকে
নিবৃত্ত করার ব্যর্থ প্রয়াসে
পলকহীন চেয়ে থাকা।
সামনে তাকালেই এক সারি
লাশের চেয়েও জীবন্ত লাশের
সংখ্যা অনেক বেশি।
সমাজপতিদের বিবেক দংশিত হচ্ছে না
কেপে উঠছে না হৃদয়টা ক্ষুধার্থ
মানুষের আহাজারি দেখে
বেহায়া নির্লজ্জ বিবেকটা
ঘাতি মেরে পড়ে আছে
যাদের দামী পোশাকে ঢাকা
পচা দুর্গন্ধময় বিবেক
হিংস্র হায়েনার মতো
দাত খিচিয়ে হাঁসছে
মনুষত্বের চামড়া আবৃত দেহে –
মনুষত্ব হীনের পারফিউম মেখে
কালো চশমায় ঢেকেছে ,
মমতার দুটি চোখ।
ঢাকা পড়েছে লজ্জা নামক বস্তুটি,
চিৎকার করতে করতে –
ক্লান্ত শ্রান্ত হয়ে অবশেষে,
ঘুমিয়ে পড়েছে মানবতা।
মনুষত্বটা পচে গলে ভেসে গেছে
লজ্জাহীন বর্বর মানষি কতায় ,
মানুষ পচা লাশের গন্ধকে
হার মানিয়েছে মুখোশধারী
ঐ শয়তানদের বিবেক পচা গন্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ