শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জুড়ানপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

চুয়াডাঙ্গা জুড়ানপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদে ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নিম্নআয়ের পরিবারের কাছে আজ বুধবার ৬ই জুলাই সকাল ১০ টা থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি বিক্রয় করা হয়েছে। এসময় জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন,টিসিবি ডিলার একলাছুর রহমান জাকির এবং সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ তরিকুল আলমের উপস্থিতিতে পন্য বিক্রি করা হয়। পণ্য বিক্রি কার্যক্রমে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে। একজন ভোক্তা এক দফায় সর্বোচ্চ এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি সয়াবিন তেল কিনতে পারবেন। এসময় বলা হয়,
প্রায় দুই মাস বিরতির পর আবার শুরু করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।
৩য় কিস্তিতে ১৯৯৫ টি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। পণ্য বিক্রির সুবিধার জন্য ইউনিয়ন ব্যাপী সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ