ঝিনাইদহের মহেশপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মহেশপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত,র্যালী ও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।
রোবিবার সকালে মহেশপুর হালদারপাড়ার সিঁড়িঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর আওতায় মিশ্র জাতের রুই,কাতলা ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন,পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার,সস্তা বাওড়ের সভাপতি আমজাদ হোসেন,নলপাতুয়া মৎস্যজীবি সমিতির সভাপতি হাবিবুর রহমান,নস্তী বাওড়ের সভাপতি নিত্যপদ হালদার প্রমুখ।
অনুষ্ঠানে সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার তুলে দেন এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।