জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, আইন সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডালি, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, শিক্ষা ও মানব সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুলসহ উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।