সোহরাব হোসেন হরিনাকুন্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী গন সচেতনতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৩ জুলাই সকালে সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের আয়োজনে ও বিদ্যলায়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন ও জীবন কুমার দে এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক গোলক মজুমদার।
এই সময়ে উপস্থিত থেকে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ ইউনিয়ন বাসীকে মাদক মুক্ত করার জন্য যাহা যাহা করার প্রয়োজন তাহায় করবে বলে ঘোষণা দেন। তিনি একটি মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এ এস আই কাজী বায়োজিত। আলোচনা শেষে ৩ শত শিক্ষার্থী মাদক বিরোধী শপথ গ্রহন করেন।পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ শিক্ষা উপকরন হিসাবে জ্যমিতি বক্স বিতরন করেন।