আগামী ২১ সেপ্টেম্বর ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ পূনরায় সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে দোকান মালিক সমিতির অফিস কক্ষে নির্বাচন কমিশনারের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী রাজীব শেখ বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ডাকবাংলা বাজারের দোকান মালিকদের সুখে-দুখে পাশে আছি। সুতরাং সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী আবারও ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন ইনশাআল্লাহ।