আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাবলু মালিথার ছোট ছেলে মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমেদ (১৪) গত ১৯ই আগষ্ট শুক্রবার থেকে নিখোঁজ। এতে হতদরিদ্র পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
জানা যায় পাঁচকমলাপুর মাদ্রাসায় অধ্যায়ন রত ছিল সে। গত শুক্রবার সে মাদ্রায়ার উদ্দ্যেশে নিজ বাসা থেকে রইনা দেই। মাদ্রাসা সূত্রে পরিবার জানতে পারে সে মাদ্রাসায় পৌঁছাইনি, আত্মিয়-স্বজেনদের যোগাযোগ করলে তাদের কাছে জুনায়েদ যায়নি বলে জানিয়েছে। পরে মুন্সীগঞ্জ স্টেশনে খোঁজ নিয়ে জানতে পারে জুনায়েদ ভুল করে রাজশাহীর ট্রেনে উঠে। কিন্তু কোথায় যেয়ে ট্রেন থেকে নেমেছে তা জানাযায়নি
নিখোঁজ ব্যক্তির বিবরণ: নাম জুনায়েদ হোসেন, বয়স ১৪বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা পাঁচ ফুট, মুখমন্ডল গোলাকার, বাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিল কালো পায়জামা পাঞ্জাবি।
জুনায়েদ নিখোঁজ হওয়া ২৩-০৮-২০২২ইং তারিখে পিতা বাবলু আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডাইরি করেন(নং ১০৬৮)
জুনায়েদ এর কোনো খোঁজ পেলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বাবলু।
যোগাযোগ ০১৯৮১-৭২৩৪৬৯(বাবলু) ০১৪০৮-২৩০০৪৪(ওয়াসকুরুনস)