শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

রাজিব শেখ “জাহাজ মার্কা” য় ভোট চেয়েছেন

সাইফুল ইসলাম / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

রাজিব শেখ “জাহাজ মার্কা” য় ভোট চেয়েছেন

যত দূর মনে পড়ে, টাইটানিক সিনেমায় জাহাজের সঙ্গে ক্যাপ্টেনের সলিলসমাধি ঘটেছিল ক্যাপ্টেনার ইচ্ছা এবং সিদ্ধান্তে। অর্থাৎ ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনিও জাহাজের সঙ্গে ডুবে গিয়ে জীবনাবসান ঘটাবেন।
সিনেমার ব্যাপার তো, তাই নিঃসন্দেহে রোমান্টিক; কিন্তু হয়তো বাস্তবতাবিবর্জিত। অবশ্য হলেও হতে পারে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে জাপানি ক্যাপ্টেনদের তাঁদের যুদ্ধজাহাজের সঙ্গে ইচ্ছাকৃত সলিলসমাধির অনেক ইতিহাস পড়েছি। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আত্মহত্যা করা জাপানিদের দীর্ঘদিনের ‘ঐতিহ্য’, যা অন্যের কাছে যতই নির্মম মনে হোক না কেন।

এককালে সতীদাহ প্রথার অধীনে অনেক উচ্চ গোত্রীয় স্ত্রী স্বামীর শবের সঙ্গে নিজেকেও চিতায় জীবন বিসর্জন দিয়েছেন। ব্রিটিশরা জোর করে আইন করে এটা বিলুপ্ত করেছিল শ দেড়েক বছর আগে। জাহাজের কথায় ফিরে আসি। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার মালিক সমিতির নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের ২১ তারিখে। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে লড়ছেন উক্ত বাজার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ।

তিনি সবার নিকট দোয়া চেয়েছেন এবং বাজারের যে সমস্ত দোকান মালিকগন আছেন তাদেরকে তাদের মূল্যবান ভোট টি “জাহাজ মার্কায়” দিয়ে তাকে পূনরায় সাবার সুখে দুঃখে পাশে থাকার সুযোগ চেয়েছেন।

বি,দ্রঃ ২৬শে আগষ্ট রোজ শুক্রবার ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব শেখ জাহাজ মার্কা প্রতীক পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ