ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের ডাকবাংলা ত্রিমোহনী বাজারে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
সকালে ঝিনাইদহ সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, কিভাবে আগুন দেওয়া হয়েছে বা অন্য কোন ভাবে আগুন লেগেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। তাছাড়া ফায়ার সার্ভিস এর মাধ্যমেও পরীক্ষা করা হবে এখানে কোন দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে কিনা?