শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

সেবা দিতে এসে বখাটেদের হাতে আহত মেম্বর

হরিনাকুন্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

সেবা দিতে এসে বখাটেদের হাতে আহত মেম্বর

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৫ নং কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকল ১১ টার দিকে চেয়ারম্যানের ডাকে ইউনিয়ন পরিষদ মিটিং এ হাজির হবার জন্য আসেন কাপাশাটিয়া ইউনিয়ন ইউপি সদস্য তোফায়েল আহমেদ টুটুল, গত সোবাবার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষকের মধ্যে গোলোজগের সৃষ্টি হয়, সমাধানের জন্য ইউপি সদস্য মিমাংসা করে দেই, তার জের ধরে ইউপি সদস্য পরিষদে সামনের দোকানে চা খেতে বসলে পিছন থেকে বখাটে যুবক ও তাহার সংঙ্গপাঙ্গা নিয়ে টুটুল কে লাথি, ঘুষি ও বাটাম দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যাই।

এবং বখাটেরা বলে তোর কারনে আমার গত কাল মার খেয়েছি। স্থানীয় জনগন ইউপি সদস্যকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই সেখান থেকে কর্তব্যরত ডক্টর মাথায় আটটি সেলাই দেয়।এই বিষয়ে টুটুল বলে আমি সেবা দিতে গিয়ে আহত হয়েছি আমাকে মেরে ফেলার জন্য করা হয়েছে। কাপাশাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন এর সঠিক বিচার না হলে কঠিন আন্দোলন করবেন তারা। এই বিষয়ে হরিণাকুন্ডু থানাতে একটি সাধারণ ডাইরি করেছে টুটুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ