শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

মটর সাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহের দুই সাংবাদিক আহত হাসাপাতলে ভর্তি

ঝিনাইদহ প্রতিনিধি / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মটর সাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহের দুই সাংবাদিক আহত হাসাপাতলে ভর্তি
ঝিনাইদহে মটর সাইকেল দুর্ঘটনায় দু‌’জন সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সরকারী ছাগলফার্ম এলাকায়। আহতরা হলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ,দৈনিক একুশে সংবাদ ও দৈনিক কল্যাণ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সবুজ মিয়া এবং সাংবাদিক সুলতান আল একরাম। দুর্ঘটনার শিকার সাংবাদিকদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সুলতান আল একরাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও সবুজ মিয়া আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ডাকবাংলা দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বের হলে ছাগল ফার্মের কাছে তারা দুর্ঘটনার শিকার হন। সাংবাদিকরা জানান একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করেই মটর সাইকেলের সামনে এসে পড়ে এতে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর পড়লে তারা মারাত্মক জখম হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে যান ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু সহ সংগঠনের সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ তাদের চিকিৎসা সংত্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন,দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানানোসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ