শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

শার্শার ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন

শার্শা (যশোর) প্রতিনিধি / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

শার্শার ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে শার্শার ডি এস টি মাধ্যমিক বিদ্যালয় জামতলার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।

এ নির্বাচনে ১০ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ নির্বাচনে নজরুল ইসলাম তালা প্রতিক নিয়ে ২৫০ ভোট,সেলিম রেজা ফুটবল প্রতিকে ২৩৯ ভোট,ইয়াকুব হোসেন আম প্রতিকে ২২৫ ভোট ও তরিকুল ইসলাম সিলিং ফ্যান প্রতিকে ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে তহমিনা খাতুন টিউবওয়েল প্রতিক নিয়ে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

অপরদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে কামরুজ্জামান মাছ প্রতিকে ৮৯ ভোট,নুরুজ্জামান বাইসাইকেল প্রতিকে ১১৩ ভোট,বাবলু রহমান চেয়ার প্রতিকে ১২৫ ভোট,শাহিন আকতার মই প্রতিকে ১১২ ভোট পেয়েছেন।

এ ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ফিরোজা খাতুন কলস প্রতিক নিয়ে ৮৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে মোট ৫শ ৬ জন ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার নুরুজ্জামান জানান,সকাল থেকে সুস্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।অবাধ সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ছিলো মুল লক্ষ্য। সেটা আমি সকলের সহযোগিতায় উপহার দিতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ